ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রাহায়ণ ১৪৩১

সাবেক নির্বাচন কমিশনারদের নিয়ে বৈঠকে সিইসি

প্রকাশিত: ১৩:১৩, ১৯ অক্টোবর ২০২২

সাবেক নির্বাচন কমিশনারদের নিয়ে বৈঠকে সিইসি

সাবেক নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠকে বর্তমান সিইসি কাজী হাবিবুল আউয়াল

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন বিষয়ে পরামর্শ ও অভিজ্ঞতা বিনিময়ে সাবেক কমিশনারদের নিয়ে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কশিমনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। 

বুধবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে এ সভা শুরু হয়। বৈঠকে সাবেক তিন সিইসিসহ অন্তত ১২ জন অংশ নিয়েছেন।

বর্তমান কমিশন কুমিল্লা সিটি করপোরেশনসহ স্থানীয় সরকারের অনেক নির্বাচন করেছে। সেগুলোতে ইভিএমে ভোট হয়েছে। সিটি নির্বাচন ও পৌর নির্বাচনে সিসি ক্যামেরাও ব্যবহার করা হয়েছে। 

গত ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনে উপনির্বাচন শুরু হয়। তবে সিসি ক্যামেরায় অনিয়মের অভিযোগে ভোটের মাঝ পথে তা বন্ধ করে ইসি। এমন পরিস্থিতিতে নির্বাচন কমিশনের সাবেক সহকর্মীদের মতামত নিতে চায় নতুন এ কমিশন।

এমএইচ

×