ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

কারাগারে ‘বালুখেকো’ সেই সেলিম চেয়ারম্যান

প্রকাশিত: ১৮:০৩, ১২ অক্টোবর ২০২২; আপডেট: ১৮:২৭, ১২ অক্টোবর ২০২২

কারাগারে ‘বালুখেকো’ সেই সেলিম চেয়ারম্যান

সেলিম চেয়ারম্যান

আত্মসমর্পণ করেছেন চাঁদপুরের সেই সেলিম চেয়ারম্যান। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় আত্মসমর্পণের পর তিনি জামিন আবেদন করেন। এসময় আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেন। চাঁদপুরের এই সেলিম চেয়ারম্যান ‘বালুখেকো’ হিসেবে পরিচিত।

বুধবার (১২ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক আসাদুজ্জামান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী খুরশীদ আলম।

এর আগে ২০ সেপ্টেম্বর আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেন।

৩৪ কোটি ৫৩ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের দায়ে ১ আগস্ট সেলিম খানের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক আতাউর রহমান মামলা করেন।

অভিযোগে বলা হয়, সেলিম খান অবৈধ উপায়ে ৩৪ কোটি ৫৩ লাখ টাকার বাইরেও ৬৬ লাখ ৯৯ হাজার ৪৭৭ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।

এমএস

সম্পর্কিত বিষয়:

×