ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

জাতীয় গ্রিডে বিপর্যয়

রাজধানীসহ দেশের অর্ধেক এলাকায় বিদ্যুৎহীন 

প্রকাশিত: ১৬:০১, ৪ অক্টোবর ২০২২; আপডেট: ১৬:১৯, ৪ অক্টোবর ২০২২

রাজধানীসহ দেশের অর্ধেক এলাকায় বিদ্যুৎহীন 

জাতীয় গ্রিডে বিপর্যয়

জাতীয় গ্রিডে বিপর্যয় হওয়ায় রাজধানী ঢাকাসহ দেশের অর্ধেক এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। হঠাৎই রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, রাঙামাটি, রাজবাড়ী, টাঙ্গাইল ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন জেলায় একযোগে বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরের এ বিদ্যুৎ বিপর্যয় ঘটে। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) সূত্রে এ তথ্য জানা গেছে।

পিজিসিবির সঞ্চালন বিভাগের এক প্রকৌশলী বলেন, আমরাও আসলে এখনও বুঝতে পারিনি সমস্যাটা ঠিক কোথায় হয়েছে। তবে রিস্টোলেশনের কাজ শুরু হয়েছে। আশা করছি দ্রুত সমাধান হয়ে যাবে।

ঢাকায় বিদ্যুৎ বিতরণ কোম্পানি ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান জানান, দুপুর ২টার দিকে বিদ্যুৎ বিপর্যয়ের এ ঘটনা ঘটে। আমাদের বুঝতে কিছুটা সময় লেগেছে। সমস্যা সমাধানে পিজিসিবি চেষ্টা করছে বলে আমাদের জানিয়েছে। এই মুহূর্তে ঢাকা শহরের কোথাও বিদ্যুৎ নেই।

এমএইচ

সম্পর্কিত বিষয়:

×