ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

অতিরিক্ত জেলা জজ হিসেবে ১১২ বিচারকের পদোন্নতি

প্রকাশিত: ১৯:৫২, ২৫ সেপ্টেম্বর ২০২২; আপডেট: ১৯:৫৪, ২৫ সেপ্টেম্বর ২০২২

অতিরিক্ত জেলা জজ হিসেবে ১১২ বিচারকের পদোন্নতি

বিচারকের পদোন্নতি

১১২ যুগ্ম জেলা জজকে অতিরিক্ত জেলা জজ হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার। রবিবার (২৫ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে এ বিচারকদের যুগ্ম জেলা ও দায়রা জজ পদ থেকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি প্রদানপূর্বক পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নতুন কর্মস্থলে নিয়োগ/বদলি করা হলো।

পদোন্নতি পাওয়া বিচারকদের বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে নতুন কর্মস্থলে অবিলম্বে যোগদানের জন্য অনুরোধ করা হয়েছে প্রজ্ঞাপনে।

এমএস

সম্পর্কিত বিষয়:

×