ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

চালককে ছুরিকাঘাত করে অটো রিকশা ছিনতাই

প্রকাশিত: ১৭:১৪, ২৪ সেপ্টেম্বর ২০২২; আপডেট: ১৭:১৫, ২৪ সেপ্টেম্বর ২০২২

চালককে ছুরিকাঘাত করে অটো রিকশা ছিনতাই

প্রতীকী ছবি।

রাজধানীর গেন্ডারিয়া ফরিদাবাদ এলাকায় আমির হোসেন (৪৫) নামে এক অটোরিকশা চালককে ছুরিকাঘাত করে রিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। 

শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আহত রিকশা চালক আমির হোসেন জানান, তিনি জুরাইন বউবাজার এলাকায় আক্তার মিয়ার গ্যারেজে থাকেন। গতরাতে পোস্তগোলা থেকে দুই যাত্রী তার রিক্সায় ওঠে। তারা ফরিদাবাদ যাবে বলে জানায়। পরে ফরিদাবাদ স্কুলের পাশের একটি গলি দিয়ে তাদের নিয়ে যাওয়ার সময় যাত্রীরা তার গলায় ছুরি ধরে। তখন অবস্থা বেগতিক দেখে আমির হোসেন তাদের বাধা দেয়ার চেষ্টা করেন। 

তখন ছিনতাইকারীরা তার গলায় ছুরিকাঘাত করে। তখন তিনি দৌড়ে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলে তার মাথায় ঢিল ছুড়ে দেয়। আহত অবস্থায় তিনি কিছুদূর গিয়ে পড়ে যান। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করান।

গেন্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ জানান, রাতে যাত্রী বেসে দুই ছিনতাইকারী ছুরিকাঘাত করে রিকশা ছিনিয়ে নিয়ে গেছে। আহত অবস্থায় ওই চালককে ঢাকা মেডিকেলের নাক-কান-গলা বিভাগে ভর্তি করা হয়েছে। তার রিকশাটি উদ্ধার এবং ছিনতাইকারীদের আটকদের চেষ্টা চলছে।

এসআর

সম্পর্কিত বিষয়:

×