ঢাকা, বাংলাদেশ   রোববার ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১

ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির মৃত্যু

প্রকাশিত: ১৬:৩৪, ২১ সেপ্টেম্বর ২০২২

ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির মৃত্যু

ট্রেনে কাটা পড়ে মৃত্যু

রাজধানীর মহাখালী রেলগেটে ট্রেনে কাটা পড়ে পা বিচ্ছিন্ন হওয়া আহত ব্যক্তি (৪০) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন। তবে তার নাম পরিচয় এখনও জানা যায়নি। 

বুধবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢামেকের জরুরি বিভাগে ভর্তি করার পর সেখানে চিকিৎসাধীন বিকেল সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপ-পরিদর্শক (এসআই) মো. শাহজাহান জানান, কমলাপুর থেকে দিনাজপুর গামী একতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন ওই ব্যক্তি। আহত অবস্থায় পথচারীরা তাকে হাসপাতালে নিয়ে যান।

তিনি জানান, নিহতের নাম পরিচয় জানা যায়নি। তার পরনে ছিল একটি লুঙ্গী ও গামছা। মরদেহটি ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।

তাকে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী বাবুল মন্ডল জানান, সকাল ১০টার দিকে একটি ট্রেন মহাখালী রেলগেট ক্রসিং পার হয়ে যাওয়ার পর রেললাইনের পাশে পড়ে থাকতে দেখা যায় ওই ব্যক্তিকে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়। আশপাশের কেউ ওই ব্যক্তির পরিচয় জানাতে পারেনি।

এমএইচ

সম্পর্কিত বিষয়:

×