ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৮ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত

প্রকাশিত: ২১:২২, ২০ সেপ্টেম্বর ২০২২

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত

সড়ক দুর্ঘটনা

রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মিরাজ আকন (৪৫) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যাত্রাবাড়ীর শেষ সীমানায় কুবা সমজিদ সংলগ্ন রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। 

মুমূর্ষু অবস্থায় যাত্রাবাড়ী থানা পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত সাড়ে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) মির্জা বদরুল আলম জানান, গুলিস্তান থেকে ভ্যানে মালামাল নিয়ে ওই ব্যক্তি নারায়ণগঞ্জের চাষাড়ায় যাচ্ছিলেন। পথে কুবা মসজিদ সংলগ্ন রাস্তায় কোনো একটি যানবাহন তাকেসহ ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা থানায় খবর দিলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তিনি জানান, গাড়িটি সনাক্তের চেষ্টা চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। গ্রাম থেকে পরিবার আসার পর পরবর্তি ব্যবস্থা নেওয়া হবে।

মুঠোফোনের মাধ্যমে রিংকু বেগম নামে তার এক স্বজন জানান, তার বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার চারিগাঁও গ্রামে। বাবার নাম মৃত হাসান আকন। বর্তমানে কেরানীগঞ্জ চড়াইল গোলামবাজার এলাকার মুক্তারের গ্যারেজে থাকতেন।

এমএইচ

×