ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রাহায়ণ ১৪৩১

এসএসসি পরীক্ষা শুরু আজ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০০:০০, ১৫ সেপ্টেম্বর ২০২২

এসএসসি পরীক্ষা শুরু আজ

আজ বৃহস্পতিবার সারাদেশে একযোগে শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা

আজ বৃহস্পতিবার সারাদেশে একযোগে শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষাযানজট বিবেচনায় সকাল ১০টার পরিবর্তে পরীক্ষা শুরু হবে ১১টায়দেশের ১১টি শিক্ষা বোর্ডের আওতায় মোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন পরীক্ষার্থী অংশ নেবেযা গতবছরের চেয়ে ২ লাখ ২১ হাজার কমএবার ৩ ঘণ্টার পরিবর্তে এসএসসি পরীক্ষা হবে ২ ঘণ্টারসংশোধিত সিলেবাসে ২০ মিনিটের এমসিকিউ থাকবে

কোন ধরনের দুর্যোগ হলে এসএসসি পরীক্ষা বন্ধ করা হবে নাযদি কোন জেলা বা অঞ্চল প্রাকৃতিক বিপর্যয়ে আক্রান্ত হয় শুধুমাত্র সেই অঞ্চলের পরীক্ষা স্থগিত রাখা হবেএসএসসির ফল ৬০ দিনের মধ্যেই প্রকাশ করবে শিক্ষা বোর্ডগুলো

চলতি বছর ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে মোট ২৯ হাজার ৫৯১টি বিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবেনয়টি সাধারণ বোর্ডের ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন পরীক্ষার্থী ২ হাজার ২৪৭টি কেন্দ্রে পরীক্ষা দেবেদাখিলে ৭১৫টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবে ২ লাখ ৬৮ হাজার ৪৯৫এছাড়াও কারিগরি বোর্ডের আওতায় এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় ১ লাখ ৫৩ হাজার ৬৬২ জন পরীক্ষার্থী রয়েছেএছাড়া ৮ দেশের ৩৬৭ পরীক্ষার্থী বিদেশ বসে অংশ নেবে পরীক্ষায়

এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে আগামী ১২ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর কোচিং সেন্টারগুলো বন্ধ থাকবেপ্রশ্নফাঁস ঠেকাতে এ সিদ্ধান্ত নিয়েছে সরকারএরপরও কোন কোচিং সেন্টার খোলা থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবেপ্রশ্নপত্র ফাঁসের গুজব ঠেকাতে তপর আছে আইনশৃঙ্খলা বাহিনীকেউ সামাজিক যোগাযোগ মাধ্যমসহ গুজব ছড়ানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে তক্ষণা ব্যবস্থা নেয়া হবেএ ব্যাপারে ফেসবুকসহ অনলাইন মাধ্যমে মনিটরিং করা হচ্ছেএসএসসি পরীক্ষার কারণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) হাতে সময় নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের বাসা থেকে বের হওয়ার অনুরোধ করেছেপরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করবে বলে জানিয়েছে শিক্ষাবোর্ড। 

কেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা এসএসসি ও সমমানের পরীক্ষাউপলক্ষে পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণ প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)বুধবার ডিএমপি এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করেছে

×