রাস্তায় আন্দোলনরত শিক্ষার্থীরা
সড়ক দুর্ঘটনায় রাজধানীর সরকারি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের ছাত্রের মৃত্যুর ঘটনায় ফের নিরাপদ সড়কের দাবি নিয়ে রাস্তায় নামা শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করেছে। তবে তারা মঙ্গলবার দুপুর থেকে আবারো আন্দোলন শুরু করবেন বলে জানান।
সোমবার (১২ সেপ্টেম্বর) ফার্মগেটে মূলসড়কে টানা দুই ঘণ্টা অবস্থান নিয়ে বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিতের ঘোষণা দেন।
আন্দোলনে অংশ নেন তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি বিজ্ঞান স্কুল ও কলেজ, তেজগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা বলেন, আর কত মায়ের বুক খালি হলে নিরাপদ সড়ক নিশ্চিত হবে। আর কতজন আলী হোসেন মারা গেলে নিরাপদে রাস্তায় চলাফেরা করতে পারবো। শুধু আলী হোসেনের বিচারের দাবিতে নয়, দেশের সব শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে আন্দোলনে নেমেছি।
প্রসঙ্গত, রোববার (১১ সেপ্টেম্বর) সকাল পৌনে ৭ টার দিকে একটি মাইক্রোবাসের ধাক্কায় আহত হন আলী হোসেন। তিনি সরকারি বিজ্ঞান কলেজের ছাত্র।
এসএস