ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১

রাজধানীতে স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১১:৫২, ৮ সেপ্টেম্বর ২০২২

রাজধানীতে স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকা মেডিকেল হাসপাতাল 

রাজধানী ঢাকার সবুজবাগের উত্তর বাসাবো এলাকার একটি বাসা থেকে মোহাম্মদ মোরসালিন মোল্লা (১৬) নামে এক স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। 

বুধবার (৭ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক ) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত মোরসালিন শরীয়তপুরের সখিপুর থানার গাজীপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে রাজধানীর সবুজবাগের উত্তর বাসাবো এলাকার ৭১ নম্বর বাসায় পরিবারের সঙ্গে থাকতেন।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। 

×