ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

সহজকে ২ লাখ টাকা জরিমানা হাইকোর্টে স্থগিত

প্রকাশিত: ১৪:২০, ৩১ জুলাই ২০২২

সহজকে ২ লাখ টাকা জরিমানা হাইকোর্টে স্থগিত

হাইকোর্ট

সহজ ডটকমের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মো. মহিউদ্দিন হাওলাদার রনি অভিযোগ প্রেক্ষিতে প্রতিষ্ঠানটিকে করা ২ লাখ টাকা জরিমানার আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট।

রবিবার (৩১ জুলাই) বিচারপতি মো. খসরুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তানজীব উল আলম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

গত মঙ্গলবার (২৬ জুলাই) সহজ ডটকমের পক্ষে ব্যারিস্টার তানজীব উল আলম এ রিট দায়ের করেন। রিটে বাণিজ্য সচিব, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

এর আগে ট্রেনের টিকিটের অব্যবস্থাপনা নিয়ে ভোক্তা অধিকারে অভিযোগ করেছিল ঢাবি শিক্ষার্থী মো. মহিউদ্দিন হাওলাদার রনি। পরে গত ২০ জুলাই ভোক্তা অধিকার সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা করে। 

এমএইচ

×