ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১

নামাজের সময় ছাড়া মসজিদের এসি বন্ধের অনুরোধ

প্রকাশিত: ১৯:৫৩, ১৮ জুলাই ২০২২; আপডেট: ১৯:৫৬, ১৮ জুলাই ২০২২

নামাজের সময় ছাড়া মসজিদের এসি বন্ধের অনুরোধ

মসজিদ

মসজিদে নামাজের সময় ছাড়া অন্যান্য সময়ে এসি বন্ধ রাখতে অনুরোধ জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

সোমবার (১৮ জুলাই) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ অনুরোধ জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘মসজিদ, মন্দির, গির্জাসহ বিভিন্ন উপাসনালয়ে  প্রচুর পরিমাণে এসি ব্যবহার করা হচ্ছে। নামাজের সময়টুকু কেবল ব্যবহার করুন। বাকি সময়ে যেন বন্ধ থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে।  

তিনি বলেন,‘অনেক জায়গায় দেখেছি, নামাজের সময় ছাড়াও এসি চালানো হয়। এজন্য আমি অনুরোধ করবো, শুধু নামাজের সময় এসি ছাড়ুন। আপনারা যতটুকু সম্ভব সাশ্রয় করুন।

সম্পর্কিত বিষয়:

×