ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৮ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১

ছাত্রীর শ্লীলতাহানি ॥ শিক্ষক সাসপেন্ড

প্রকাশিত: ২১:৪১, ১৩ মে ২০২২

ছাত্রীর শ্লীলতাহানি ॥ শিক্ষক সাসপেন্ড

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সদর উপজেলার লক্ষ্মীচাপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষক অষ্টম শ্রেণীর এক ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টার ঘটনায় তোলপাড় সৃষ্টি করেছে। পরিস্থিতি ধামাচাপা দেয়ার চেষ্টা করায় এলাকাবাসীর হাতে লাঞ্ছিত হয়েছে স্কুলটির প্রধান শিক্ষক। বৃহস্পতিবার ঘটনা সামাল দিতে প্রধান শিক্ষক অবশেষে অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। জানা যায়, বিদ্যালয় চলাকালে গত মঙ্গলবার বিএসসি শিক্ষক কমর উদ্দিন অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থীর শরীরে হাত দিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। পরের দিন বুধবার ওই ছাত্রীর পিতা ও এলাকাবাসী শিক্ষক কমর উদ্দিনের বিচার চায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আজিজুল ইসলামের কাছে। কিন্তু প্রধান শিক্ষক ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা করে। ফলে এলাকাবাসী উত্তেজিত হয়ে বৃহস্পতিবার পুনরায় স্কুলে গিয়ে প্রধান শিক্ষককে লাঞ্ছিত করে। পরিস্থিতি সামাল দিতে প্রধান শিক্ষক বিদ্যালয় পরিপন্থী কর্মকা-ে জড়িত ও বিদ্যালয়ের নিয়মশৃঙ্খলা ভঙ্গ করার অভিযোগে বিএসসি শিক্ষক কমর উদ্দিনকে ছয় মাসের সাময়িক বরখাস্ত করা আদেশ দেন।
×