জাতীয় যুব মহিলা পার্টির আহ্বায়ক কমিটি গঠন
স্টাফ রিপোর্টার ॥ জাতীয় যুব মহিলা পার্টির ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি এক সাংগঠনিক আদেশে নাজনীন সুলতানাকে আহ্বায়ক, কানিজ আফরোজা রসুলকে যুগ্ম-আহ্বায়ক, সৈয়দা জাকিয়া আফরোজ হিয়াকে সদস্য সচিব ও আফসানা ইয়াসমিন শান্তুনু কে যুগ্ম-সদস্য সচিব এবং তাছলিমা আক্তার, রীনা আক্তার তুলি, সীমানা আফরোজ পুতুল, ফারহানা তিসা, তাহসিন রুবাইয়াত, পালকী রেজা, রাবেয়া আক্তার মলি, এ্যাডভোকেট সোনিয়া আক্তার, তাসলিমা রহমান জুই, আখি বেগম, রিক্তা আক্তারকে সদস্য করে ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করেন।