মালয়েশিয়ার মালায়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অর্থনীতির অধ্যাপক এবং গ্লোবাল লেবার অর্গানাইজেশনের (জিএসও) দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রধান ড. নিয়াজ আসাদুল্লাহ (পিএইচডি, অক্সফোর্ড) সম্প্রতি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বাংলাদেশের অর্থনীতির ৫১ বছরের অর্জন, অন্তর্দ্বন্দ্ব ও চ্যালেঞ্জ বিষয়ে গণ বক্তৃতা প্রদান করেন। অনুষ্ঠানটি ডিপার্টমেন্ট অব ইকোনমিক্স, স্কুল অব বিজনেস এ্যান্ড ইকোনমিক্স, এনএসইউ এবং জিএলওয়ের আন্তর্জাতিক নেটওয়ার্ক যৌথভাবে এর আয়োজন করে। ইভেন্টের ইয়ুথ এনগেজমেন্ট পার্টনার হিসেবে সংযুক্ত ছিল এনএসইউ অর্থনীতি বিভাগের ছাত্র পরিচালিত ‘ইয়ং ইকোনমিস্টস ফোরাম’ (ওয়াইইএফ)। -বিজ্ঞপ্তি