ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

রাজশাহীতে রাস্তায় দেয়াল দিয়ে বাড়ি প্রতি লাখ টাকা চাঁদা দাবি

প্রকাশিত: ২৩:৩৪, ৯ মার্চ ২০২২

রাজশাহীতে রাস্তায় দেয়াল দিয়ে বাড়ি প্রতি লাখ টাকা চাঁদা দাবি

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ নগরীর ১৬ নং ওয়ার্ডে সিটি কর্পোরেশনের নবনির্মিত একটি রাস্তার দুইটি অংশে প্রাচীর দিয়ে বন্ধ করে ভুক্তভোগীদের বাড়িপ্রতি এক লাখ করে টাকা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় এক ভূমি ব্যবসায়ীর বিরুদ্ধে। এ বিষয়ে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরের কাছে অভিযোগ করেও কোন প্রতিকার মেলেনি। উপরন্তু সরকারী রাস্তায় প্রাচীর দেয়ার প্রতিবাদ করায় অভিযুক্তরা দলবল নিয়ে প্রতিবাদকারীর ওপর আক্রমণ করেছে। রাস্তা বন্ধ করায় এখন যাতায়াতে চরম ভোগান্তির মধ্যে পড়েছে এলাকাবাসী। তারা বলছেন ‘এ যেন মগের মুল্লুক।’ ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহমেদ জানান, রাস্তাটি সকলের অনুমতি নিয়েই নির্মাণ করা হয়েছে। তিনি রাস্তা বন্ধের বিষয়ে এলাকাবাসীর কাছ থেকে অভিযোগ পেয়েছেন। তবে এ বিষয়ে তিনি কোন সুরাহা করতে পারেননি। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরিফ উদ্দিন জানান, রাজশাহীবাসীর স্বার্থে নগরজুড়ে উন্নয়ন কাজ চলছে। ওলিগলির রাস্তাও পাকা করে ফেলা হচ্ছে। সরকারী কোন রাস্তা বন্ধ করার এখতিয়ার কোন ব্যক্তির নেই।
×