অনলাইন ডেস্ক ॥ নিত্যপণ্যের চড়া দাম, মানুষের মনে হাহাকার। লাগামহীন ভোজ্যতেলের পাশাপাশি মাছ, মাংস, সবজি, পেঁয়াজ সব কিছুরই চড়া দামে মানুষের মনে হাহাকার বিরাজ করছে।
মধ্যবিত্ত, নিম্নবিত্তরা বলছেন কাঁচা পেঁপে কিনতে গেলেও ৩০থেকে ৪০ টাকা লাগছে। অন্যান্য জিনিস পত্রের দাম নাই বললাম। কোথায় কার কাছে এর প্রতিকার চাইবে,কিছুই বুঝে উঠতে পারছে না তারা। সাধারণ মানুষের মনে দ্রব্যমূল্য চড়া দামের কারণে অসন্তোষ সাধারণ মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষ।
মঙ্গলবার (১ মার্চ) রাজধানীর বিভিন্ন এলাকার মধ্যবিত্ত ও নিম্নবিত্তরা এসব কথা বলেন।
কর্মজীবী এক নারী বলেন, আজ সবজি দিয়ে ভাত খেলে আগামীকালের কথা চিন্তা করতে হয়। কোথায় পাব আগামীকালের বাজারের টাকা। প্রতিদিনই বাড়ছে সব জিনিসপত্রের দাম। যা ইনকাম করি সেটা দিয়ে ১০ থেকে ১২ দিনও চলা যায় না এই বর্তমান সময়ে।
অনেকেই মন্তব্য করেন খোলা ভোজ্য তেল আড়াইশো গ্রাম এখন ৫০ টাকা, মসুর ডাল আড়াইশো গ্রাম ৩০ টাকা। অনেক দোকানদার আবার আড়াইশো গ্রাম কোনো কিছুই বিক্রি করতে চায় না। তাহলে আমরা ৮০০ টাকা দিয়ে পাঁচ লিটার তেল কিনে কি খেতে পারবো?