ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রাহায়ণ ১৪৩১

টঙ্গীতে আত্মহত্যাকারীর প্রেমিক গ্রেফতার

প্রকাশিত: ০২:০৬, ১৬ ফেব্রুয়ারি ২০২২

টঙ্গীতে আত্মহত্যাকারীর প্রেমিক গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী ॥ ফেসবুক পরিচয়ে প্রেম ভালবাসা। অতঃপর বিয়ের আশ্বাসে প্রেমিকের বাড়িতে এসে প্রেমিকের সঙ্গে অবস্থান। প্রেমিকের সঙ্গে দুদিন থাকার পর বিয়ে না করে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়ার অভিমানে ইঁদুরের বিষ খেয়ে আত্মহত্যাকারী প্রেমিকার অজ্ঞাতনামা প্রেমিককে সোমবার গ্রেফতার করতে সক্ষম হয়েছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। প্রেমিকার নাম আকলিমা চুমকি (১৯)। অজ্ঞতনামায় থাকা আটক প্রেমিকের নাম শহিদুল ইসলাম কৌশিক (২৭)। পিতার নাম আশরাফ উদ্দিন। দেশের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি থানার বিবিরহাটের চরমেহার গ্রামে। সে টঙ্গী মুদাফা নীটবাজার গার্মেন্টসে চাকরিরত ছিল। টঙ্গী পশ্চিম থানা পুলিশের ওসি শাহ্ আলম ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে জনকণ্ঠকে জানান, প্রেমিক কৌশিক ফেসবুকের পরিচয়ে প্রেমিকা আকলিমা চুমকিকে (১৯) বিয়ের প্রলোভন দিয়ে নারায়ণগঞ্জ থেকে টঙ্গী বাকরালের বাসায় নিয়ে আসে। বাসায় অবস্থানের দুদিন পেরিয়ে গেলেও চুমকিকে বিয়ে না করে নানা ছলে ঘুরাতে থাকে। বিয়ের তাগাদা দিতে থাকলে বিয়ে করার বিষয়টি এড়িয়ে যায় কৌশিক।
×