শংকর কুমার দে ও মোঃ খলিলুর রহমান, নারায়ণগঞ্জ থেকে ॥ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গে নির্বাচন কমিশনার মোঃ রফিকুল ইসলাম বলেছেন, অনেক লাশ দেখেছি, ভোটের মাঠে আর লাশ দেখতে চাই না, নির্বাচন সুষ্ঠু হবে, আমি নিজে নির্বাচন মনিটরিং করব। নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেছেন, নিরপেক্ষ ভোট করতে গিয়ে নারায়ণগঞ্জ থেকে চলে যেতে হলেও সুষ্ঠু ভোট করব। এই শহরের সম্মান রক্ষার দায়িত্ব সবার। আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (এনসিসি) নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ভোটের আগে-পরে মোট ৯৬ ঘণ্টার জন্য সব ধরনের সভা, সমাবেশ, মিছিল নিষিদ্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত ২ জানুয়ারি রবিবার দুপুরে সিটি নির্বাচনের প্রার্থীদের সঙ্গে নির্বাচন কমিশনের অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব কথা বলেছেন তারা। নির্বাচন কমিশনারের সঙ্গে মতবিনিময় সভায় মেয়র প্রার্থী সাত জনের মধ্যে ছয়জন উপস্থিত থাকলেও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডাঃ সেলিনা হায়াৎ আইভী উপস্থিত ছিলেন না। তার পক্ষে উপস্থিত ছিলেন তার প্রধান নির্বাচনী এজেন্ট। মতবিনিময় সভা চলাকালে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডাঃ সেলিনা হায়াৎ আইভী রবিবার বিভিন্ন ওয়ার্ডের নির্বাচনী প্রচারের সময়ে বলেছেন, ইভিএম নতুন প্রযুক্তিকে স্বাগত জানাই, আমি অবশ্যই চাইব সুষ্ঠু ভোট হবে। সুষ্ঠু ব্যবস্থাপনা থাকবে এবং নিরপেক্ষ ভোট হবে। নির্বাচন কমিশনারের সঙ্গে প্রার্থীদের মতবিনিময় সভায় উপস্থিত থেকে স্বতন্ত্র মেয়র প্রার্থী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেছেন, নির্বাচন কমিশনের সময়োপযোগী সিদ্ধান্ত নেয়ার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করছি।
আইভীর পক্ষে তার এজেন্ট উপস্থিত ছিলেন ॥ গত ২ জানুয়ারি সিটি কর্পোরেশনের নির্বাচনের প্রার্থীদের সঙ্গে নির্বাচন কমিশনের অনুষ্ঠিত মতবিনিময় সভায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডাঃ সেলিনা হায়াৎ আইভী উপস্থিত ছিলেন না। আইভীর পক্ষে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন তার প্রধান নির্বাচনী এজেন্ট আদিনাথ বসু। আদিনাথ বসু জানিয়েছেন, পূর্ব নির্ধারিত অন্যত্র নির্বাচনী প্রচার ও জনসংযোগের কর্মসূচী থাকায় আইভী নির্বাচন কমিশনারের সঙ্গে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন না।
নির্বাচন সুষ্ঠু হবে আশাবাদ আইভীর ॥ আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডাক্তার সেলিনা হায়াৎ আইভী রবিবার সকাল থেকে সিটি কর্পোরেশেনর ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচার চালিয়েছেন। তিনি ৪ নম্বর ওয়ার্ডের শিমরাইল, আটি, আজিবপুর, ৫নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ বাজার, ওমপুরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। নির্বাচনে কালো টাকা ছড়ানো হচ্ছে এই প্রসঙ্গে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডাক্তার সেলিনা হায়াৎ আইভী বলেন, এ ব্যাপারটা আমিও পত্র-পত্রিকায় দেখেছি, এটা অবশ্যই খারাপ জিনিস। ঘটনা সত্য বলেই সাংবাদিকরা এই ব্যাপারে লিখেছেন, তাদের নিশ্চয়ই কোন ক্লু আছে। এই ধরনের জিনিস পরিহার করা ভাল। আমি বলব গোয়েন্দা সংস্থা এইদিকে নজর রাখবেন।
তৈমুরকে সুষ্ঠু নির্বাচনের আশ্বাস কমিশনারের ॥ এ সময় নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম তৈমুরের উদ্দেশে বলেন, আপনারা যারা মূল খেলোয়াড় তাদের সহায়তা আমাদের প্রয়োজন। আপনারা সহযোগিতা করলে আমরাও নির্বাচনের পরিবেশ সুন্দর করতে পারব। আমরা আইনের শতভাগ প্রয়োগ করে নির্বাচনটা করব।
নাসিক নির্বাচনে সবকটি কেন্দ্রেই ইভিএমে ভোট গ্রহণ হবে ॥ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ১৯২টি কেন্দ্রের মধ্যে সবকটি কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোগ গ্রহণ অনুষ্ঠিত হবে। ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ হওয়ায় শিল্পাঞ্চলের শ্রমিক ও বয়স্ক ভোটারদের মধ্যে ভোট প্রয়োগে নানা ধরনের শঙ্কা কাজ করছে। শিল্পাঞ্চলের অনেক শ্রমিক ভোটার রয়েছে। এছাড়া অনেক বয়স্ক, অল্প শিক্ষিত ও সহজ-সরল ভোটারও রয়েছেন। এবারই শতভাগ কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তাই শ্রমিক, বয়স্ক ও সাধারণ সহজ-সরল ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ নিয়ে তাদের মধ্যে নানা শঙ্কা কাজ করছে বলে জানা গেছে। এদিকে কিভাবে ইভিএমে ভোট দিতে হবে অনেক কাউন্সিলর প্রার্থীরা লিফলেটে ইভিএমের ছবি ছাপিয়ে ভোটারের হাতে হাতে পৌঁছে দিচ্ছেন।