স্পোর্টস রিপোর্টার ॥ শনিবার থেকে ঘরোয়া ফুটবল আসর ‘ফেডারেশন কাপ’-এর ৩৩তম আসর শুরু হয়েছে ঢাকার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোঃ মোস্তফা কামাল স্টেডিয়ামে। এর আগের দিন একটি বেসরকারী ক্রীড়াভিত্তিক টিভি চ্যানেলের কাছে এই আসরকে নিয়ে এর আয়োজক বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে বক্তব্য দেয়ার জন্য বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসানকে কারণ দর্শানো নোটিস দিয়েছে বাফুফে। বিস্ময়কর ব্যাপার হচ্ছেÑ ইমরুল হাসান আবার বাফুফেরই সহ-সভাপতি!
শনিবার রাতে বাফুফের লিগ্যাল অফিসার এ্যাডভোকেট জিল্লুর রহমান (লাজুক) স্বাক্ষরিত কারণ দর্শানো নোটিস পাঠানো হয় কিংস সভাপতি ইমরুলকে। উল্লেখ্য, শনিবার থেকে শুরু হওয়া ফেডারেশন কাপের উদ্বোধনী ম্যাচে বিকেলে বসুন্ধরা কিংসের খেলা ছিল স্বাধীনতা ক্রীড়া সংঘের বিপক্ষে। কিন্তু কিংস মাঠেই উপস্থিত হয়নি। সন্ধ্যায় ঢাকা আবাহনী লিমিটেডের বিপক্ষে ম্যাচে একইভাবে খেলতে যায়নি উত্তর বারিধারা ক্লাবও। ফলে কোন ম্যাচই অনুষ্ঠিত হয়নি। যদিও বাফুফে এই আসরের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করে বলেছে- যারা খেলবে না, তাদের বাদ নিয়ে অন্য ক্লাবগুলোকে নিয়ে বাইলজ মেনেই আগের সূচীতেই যথাসময়েই চলবে ফেডারেশন কাপ।
টিভি সাক্ষাতকারে বাফুফের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন ইমরুল, ‘বাফুফে একটি বিশেষ ক্লাবকে সুবিধা দিতেই বারবার সূচী ও ফরম্যাট পরিবর্তন করেছে। শুধু ফেডারেশন কাপে নয়, সদ্য সমাপ্ত স্বাধীনতা কাপেও একই ঘটনা ঘটিয়েছে বাফুফে।’
দুই ক্লাবের মাঠে অনুপস্থিত থাকার বিষয়ে ব্যবস্থা নেবে বলে জানিয়েছে বাফুফের ডিসিপ্লিনারি কমিটি। এর সঙ্গে ইমরুল হাসানকে কারণ দর্শানো নোটিস পাঠানোর কোন সম্পর্ক নেই। এখন দেখার বিষয়, ইমরুলের ভাগ্যে শেষ পর্যন্ত কি অপেক্ষা করছে।