ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রাহায়ণ ১৪৩১

অভিবাসীদের জন্য 'কনসার্ট ফর মাইগ্রেন্টস'

প্রকাশিত: ১৯:২৬, ১৭ ডিসেম্বর ২০২১

অভিবাসীদের জন্য 'কনসার্ট ফর মাইগ্রেন্টস'

স্টাফ রিপোর্টার ॥ নিরাপদ অভিবাসন সম্পর্কে সচেতনতা বাড়াতে আগামীকাল শনিবার ‘কনসার্ট ফর মাইগ্রেন্টস’-এর আয়োজন করেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা- আইওএম। আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২১ উপলক্ষ্যে আয়োজিত এই কনসার্টে গান গাইবেন দেশের ৯ জন জনপ্রিয় সংগীত শিল্পী। এই কনসার্টের মূল লক্ষ্য অভিবাসী এবং তাদের পরিবার পরিজনের সাথে সংযোগ স্থাপন করা। তথ্য ও বিনোদনের মাধ্যমে নিরাপদ অভিবাসনের তথ্য প্রচার করা। কনসার্ট ফর মাইগ্রেন্টস-এ গান গাইবেন জনপ্রিয় সংগীত শিল্পী কুমার বিশ্বজিৎ, ফজলুর রহমান বাবু, ব্যান্ড দল শিরোনামহীন, লুইপা, আসিফ আকবর, কুদ্দুস বয়াতি, নন্দিতা, প্রীতম আহমেদ এবং মাশা ইসলাম। তারা কাথা বলবেন নিরাপদ অভিবাসন নিয়ে। ভার্চুয়াল কনসার্টটি বিদেশে কর্মরত লাখ লাখ বাংলাদেশী অভিবাসীদের গান ও তথ্যের মাধ্যমে যুক্ত করবে ।বিশ্বের যেকোন প্রান্ত থেকে অভিবাসীরা এই আয়োজন দেখতে পারবেন। সংখ্যার দিক দিয়ে বিশ্বের ষষ্ঠ সর্বোচ্চ স্থানে থাকা বাংলাদেশের অভিবাসীরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশ বর্তমানে বিশ্বের অষ্টম সর্বোচ্চ রেমিটেন্স গ্রহনকারী দেশ।১৯৭৬ সাথে থেকে অভিবাসীরা ২৪৯ বিলিয়ন মার্কিন ডলারের বেশি রেমিটেন্স পাঠিয়েছেন, যা এদেশের আর্থ-সামাজিক উন্নয়ন বড় ভূমিকা রেখেছে। অভিবাসনে বহুমাত্রিক সমস্যা ও চ্যালেঞ্জও রয়েছে।সঠিক তথ্য এসব চ্যালেঞ্জ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
×