ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রাহায়ণ ১৪৩১

কর্মসংস্থান উপযোগী শিক্ষা কারিকুলাম প্রণয়নের পরামর্শ শিক্ষাবিদদের

প্রকাশিত: ০১:৪১, ১০ নভেম্বর ২০২১

কর্মসংস্থান উপযোগী শিক্ষা কারিকুলাম প্রণয়নের পরামর্শ শিক্ষাবিদদের

জনকণ্ঠ ডেস্ক ॥ কর্মসংস্থান উপযোগী শিক্ষা কারিকুলাম প্রণয়ন করে কলেজ পর্যায় থেকেই কৌশলগত পরিকল্পনা প্রণয়নের পরামর্শ দিয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদরা। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সভাকক্ষে কলেজ পর্যায়ে উচ্চশিক্ষার মানোন্নয়নে কৌশলগত পরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত ন্যাশনাল স্ট্র্যাটেজিক প্ল্যানিং কমিটির তৃতীয় সভায় এ সুপারিশ তুলে ধরেন তারা। খবর বাংলানিউজের। সভায় কলেজ পর্যায়ে উচ্চশিক্ষার মানোন্নয়নে কৌশলগত পরিকল্পনা প্রণয়নে মানসম্মত শিক্ষা, প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থী ও নারী শিক্ষার্থীদের ভর্তিতে অগ্রাধিকার দেয়া, শিক্ষার্থী অনুপাতে পর্যাপ্ত সংখ্যক শিক্ষক নিয়োগ, কর্মসংস্থান উপযোগী শিক্ষা কারিকুলাম প্রণয়ন, নৈতিক শিক্ষা অন্তর্ভুক্তকরণ ও আর্থিক বরাদ্দ বৃদ্ধিসহ শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির সুযোগ সৃষ্টির ওপর গুরুত্ব দেয়া হয়। ইউজিসি সদস্য ও ন্যাশনাল স্ট্র্যাটেজিক প্ল্যানিং কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মুহাম্মদ আলমগীরের সভাপতিত্বে সভায় খসড়া কৌশলগত পরিকল্পনার ওপর মতামত দেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গবর্নর ড. মোহাম্মদ ফরাস উদ্দিন ও ড. আতিউর রহমান।
×