ঢাকা, বাংলাদেশ   রোববার ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রাহায়ণ ১৪৩১

ঢাবি অধিভুক্ত ৭ কলেজ শিক্ষার্থীদের নীলক্ষেত অবরোধ

প্রকাশিত: ১৪:৫৬, ৯ নভেম্বর ২০২১

ঢাবি অধিভুক্ত ৭ কলেজ শিক্ষার্থীদের নীলক্ষেত অবরোধ

অনলাইন ডেস্ক ॥ বিশেষ পরীক্ষার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত সরকারী কলেজের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থীরা নীলক্ষেত মোড় অবরোধ করে রেখেছে। আজ মঙ্গলবার দুপুর একটায় রাস্তা অবরোধ করে শিক্ষার্থীরা৷ এতে নীলক্ষেত মোড় ও এর আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি ৷ সায়েন্সল্যাব মোড় থেকে নীলক্ষেত পর্যন্ত যানবাহনের জট লেগে গেছে৷ এ লেনের গাড়িগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনের রাস্তা দিয়ে পলাশী মোড় হয়ে গুলিস্তানের দিকে যাচ্ছে ৷ রাস্তা বন্ধ থাকায় ইডেন কলেজের সামনের রাস্তা প্রায় ফাঁকা ৷ আজিমপুর থেকেই গাড়ি ফিরে যাচ্ছে ৷ গাড়ি থেকে যাত্রীরা নেমে পাঁয়ে হেটে নীলক্ষেত মোড় পার হচ্ছেন৷ রোগীবাহী অ্যাম্বুলেন্স আসলে রাস্তা ছেড়ে দিচ্ছে শিক্ষার্থীরা৷
×