ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

আল-মারকাজুল’কে ৩ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করেছে বিজিএমইএ

প্রকাশিত: ১৯:৪৭, ১৬ আগস্ট ২০২১

আল-মারকাজুল’কে ৩ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করেছে বিজিএমইএ

স্টাফ রিপোর্টার ॥ বিজিএমইএ স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কর্মসূচী পালন অব্যাহত রেখেছে। এর ধারাবাহিকতায় সোমবার বিজিএমইএ অফিসে দরিদ্র মানুষদের সাহায্যার্থে ও বেওয়ারিশ লাশের দাফন-কাফনের জন্য ঢাকার মোহাম্মদপুরস্থ আল-মারকাজুল প্রতিষ্ঠানকে ১০০ জন নারী ও ১০০ জন পুরুষের জন্য দাফনের কাপড় ও সামগ্রী এবং ৩ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়। বিজিএমইএ সভাপতি ফারুক হাসান এসব সামগ্রী ও আর্থিক অনুদান আল-মারকাজুল-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হামজা শহিদুল ইসলামের হাতে তুলে দেন। এ সময় বিজিএমইএ-এর সহ-সভাপতি মিরান আলী ও পরিচালক তানভীর আহমেদ উপস্থিত ছিলেন। এদিকে সোমবার বজিএমইএ-এর উদ্যোগে উত্তরাস্থ মারকাযুল ফিক্হিল ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাদ্য পরিবেশন করা হয়। এ সময় বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, জায়ান্ট গ্রুপের পরিচালক শারমিন হাসান তিথী, ফিক্হিল ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক হাফেজ মাওলানা মুহাম্মদ মাহফুজুর রহমানসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগন উপস্থিত ছিলেন। বিজিএমইএ সভাপতি শিক্ষার্থীদের জন্য পবিত্র কুরআন শরীফ-এর বাংলা অনুবাদসহ পর্যাপ্ত সংখ্যক ধর্মীয় পুস্তক, শুকনো খাবার ও একটি রেফ্রিজারেটর প্রদান করেন। তিনি উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে বঙ্গবন্ধুর নীতি ও আদর্শে উজ্জীবিত হয়ে আগামী দিনের জন্য গড়ে উঠার আহবান জানান। ফিক্হিল ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক হাফেজ মাওলানা মুহাম্মদ মাহফুজুর রহমান শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিজিএমইএ সভাপতিকে ক্রেষ্ট প্রদান করেন।
×