নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ১৩ জুলাই ॥ হযরতপুর ইউনিয়নের আলীপুর এলাকায় একটি অবৈধ ও নকল সার কারখানায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। জব্দ করে ধ্বংস করার প্রক্রিয়া করা হয় প্রায় ৫০ কোটি টাকা মূল্যের নকল ও ভেজাল সারসহ কীটনাশক। এছাড়াও পুরো কারখানাটি গুঁড়িয়ে দিয়ে সিলগালা করে দেয়া হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি প্রশাসন। মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানার সহকারী কমিশনার (ভূমি ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হাসান, বাংলাদেশ ক্রপ প্রটেকশন এ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এম সায়েদুজ্জামান, কৃষি সম্প্রসার অধিদফতরের কর্মকর্তাগণসহ মডেল থানা পুলিশ। এছাড়া অভিযানে সহায়তা করেন স্থানীয় জনপ্রতিনিধিগণ।