স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুর এলাকা থেকে অপহরণের শিকার এক কিশোরীকে (১৪) উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শনিবার তাকে উদ্ধার করা হয়। ভুক্তভোগী কিশোরীর বরাত দিয়ে পিবিআই জানায়, অপহরণের পর সিরাজগঞ্জে একটি জঙ্গলে আটক রেখে ওই কিশোরীকে গণধর্ষণ করা হয়েছে। শনিবার রাতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। প্রেস বিজ্ঞপ্তিতে পিবিআই জানায়, গত ২০ মে কাশীপুর এলাকা থেকে অপহরণের শিকার হন ১৪ বছর বয়সী ওই কিশোরী। পরে ভুক্তভোগী কিশোরীর বাবা ১৬ জুন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। ভুক্তভোগী কিশোরীর দেয়া তথ্য ও প্রাথমিক তদন্তের বরাত দিয়ে পিবিআই জানায়, ভুক্তভোগী কিশোরীর মা পারিবারিক কারণে বকাঝকা করায় বাড়ি থেকে বের হয়ে পার্শ্ববর্তী জনৈক মমতা নামে এক নারীর সহযোগিতা চায়। মমতা নামে ওই নারী আসামি হৃদয়, শিউলী, ময়না, শফিকুল ইসলামসহ অন্য আসামিদের সহায়তায় ভুক্তভোগী কিশোরীকে সিরাজগঞ্জে নিয়ে যায়। সেখানে একটি জঙ্গলে আটক রেখে হৃদয়সহ তার অজ্ঞাত বন্ধুরা কিশোরীকে ধর্ষণ করে প্রাণনাশের হুমকি দেয়। পরে ভুক্তভোগী কৌশলে সিরাজগঞ্জ হতে পালিয়ে নারায়ণগঞ্জ চলে আসে। খবর পেয়ে তাকে উদ্ধার করে পিবিআই।