ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৮ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১

সংলাপে পরিবেশ মন্ত্রী

উপকূলীয় অঞ্চলের ঝুঁকি মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে

প্রকাশিত: ০১:২১, ৩ জুন ২০২১

উপকূলীয় অঞ্চলের ঝুঁকি মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে

স্টাফ রিপোর্টার ॥ জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা উপকূলীয় অঞ্চলকে ঝুঁকি মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন। তিনি বলেছেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে, যা ইতোমধ্যে বিশ্ববাসীর কাছে প্রশংসিত হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে আরও পদক্ষেপ নেয়া হবে। বিশেষ করে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনসহ উপকূলীয় জনপদের উন্নয়নে কর্মপরিকল্পনা নেয়া হয়েছে। বুধবার রাতে ‘জলবায়ু পরিবর্তন ও দক্ষিণ-পশ্চিম উপকূলে দুর্যোগের ঝুঁকি’ শীর্ষক জাতীয় সংলাপে (ভার্চুয়াল) অংশ নিয়ে এসব কথা বলেন। নাগরিক সংগঠন ‘সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন’-এর সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্রের সঞ্চালনায় সংলাপে অংশ নেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, সংসদ সদস্য ডাঃ আ ফ ম রুহুল হক, মোঃ আক্তারুজ্জামান বাবু ও এ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সম্পাদক মিহির বিশ্বাস, বাংলাদেশ ক্লাইমেট চেঞ্চ জার্নালিস্ট ফোরামের সভাপতি কাওসার রহমান, কেএনএইচ জার্মানির মাটিলদা টিনা বৈদ্য, পার্লামেন্টনিউজের সাকিলা পারভীন, স্কাস চেয়ারম্যান জেসমিন প্রেমা, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সদস্য সচিব এ্যাডভোকেট আবুল কালাম আজাদ, স্ক্যানের মনিরুজ্জামান মুকুল, সাংবাদিক পলাশ আহসান, খুলনার কয়রা উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলম, সাতক্ষীরার গাবুরা থেকে প্রধান শিক্ষক ইয়াশমিনুর রহমান লিংকন প্রমুখ। মূল বক্তব্য উত্থাপন করেন লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মণ্ডল।
×