ঢাকা, বাংলাদেশ   রোববার ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রাহায়ণ ১৪৩১

তিন টুকরো অবস্থায় মিলল ইন্দোনেশীয় সাবমেরিন ॥ বেঁচে নেই কেউ

প্রকাশিত: ০০:৩৫, ২৬ এপ্রিল ২০২১

তিন টুকরো অবস্থায় মিলল ইন্দোনেশীয় সাবমেরিন ॥ বেঁচে নেই কেউ

জনকণ্ঠ ডেস্ক ॥ ইন্দোনেশিয়ায় নিখোঁজ নৌবাহিনীর সাবমেরিনটি তিন টুকরো অবস্থায় বালি দ্বীপের সমুদ্রের তলায় পাওয়া গেছে। এতে থাকা ৫৩ নাবিকের সবাইকেই মৃত ঘোষণা করা হয়েছে। ইন্দোনেশিয়ার সামরিক ও নৌবাহিনীর কর্মকর্তারা রবিবার একথা জানিয়েছেন। মারা যাওয়া নাবিকদের স্বজনদের এরই মধ্যে সমবেদনা জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। তিনি বলেন, মর্মান্তিক এ ঘটনায় আমরা সব ইন্দোনেশীয়ই গভীর দুঃখ প্রকাশ করছি। বিশেষ করে সাবমেরিনের নাবিকদের পরিবারের সদস্যদের জানাচ্ছি গভীর সমবেদনা। গত বুধবার ডুবে যাওয়া সাবমেরিনটির হদিস পাওয়া যায় সাগরের ৮৫০ মিটার গভীর তলদেশে। এটি তিন খণ্ড হয়ে ভেঙ্গে গেছে বলে জানিয়েছেন ইন্দোনেশিয়ার নৌবাহিনীর চীফ অব স্টাফ এডমিরাল ইয়োদো মারগোনো। জাহাজের পাটাতন, সামনের অংশ এবং মূল অংশ সবকিছুই টুকরো হয়ে গেছে বলে জানান তিনি। সিঙ্গাপুরের একটি উদ্ধারকারী জাহাজ ব্যবহার করে ভাঙ্গা সাবমেরিনের ছবি তুলে আনা হয় বলে জানানো হয়েছে বিবিসির প্রতিবেদনে। ইন্দোনেশিয়ার সামরিক কমান্ডার এয়ার চীফ মার্শাল হাদি রবিবার বলেছেন, নাংগালা-৪০২ সাবমেরিনের টুকরোগুলো আমরা খুঁজে পেয়েছি এবং ছবিতে দেখা যাওয়া টুকরোগুলো এই সাবমেরিনের বলে নিশ্চিত করছি। এই প্রমাণের ভিত্তিতে আমি ঘোষণা দিয়ে জানাচ্ছি যে, নাংগালা সাবমেরিন ডুবে গেছে এবং এর সব নাবিকও মারা গেছে। এর আগে শনিবার সাবমেরিনটি পুরোপুরি ডুবে যাওয়ার খবর নিশ্চিত করেছিল সেনাবাহিনী। কেআরআই নাংগালা-৪০২ সাবমেরিন বুধবার বালি সাগরে এক সামরিক মহড়ার সময় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে নিখোঁজ হয়। সাবমেরিনটির ডুবে যাওয়ার কারণ এখনও পরিষ্কার জানা যায়নি।
×