ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রাহায়ণ ১৪৩১

ভাসানচরে পাঁচ কূটনীতিককে স্বরাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণ

প্রকাশিত: ০১:৩৮, ৪ ফেব্রুয়ারি ২০২১

ভাসানচরে পাঁচ কূটনীতিককে স্বরাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণ

জনকণ্ঠ ডেস্ক ॥ ভাসানচরে রোহিঙ্গাদের নিয়ে যাওয়ায় যারা উদ্বেগ প্রকাশ করেছেন, তেমন পাঁচ কূটনীতিককে মিয়ানমারের এই শরণার্থীদের নতুন আবাস দেখার আমন্ত্রণ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার বিকেলে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান ও কানাডার পাঁচ কূটনীতিক স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তাদের ভাসানচর দেখতে যাওয়ার আমন্ত্রণ জানান তিনি। খবর বিডিনিউজের। সাক্ষাতকারে এই কূটনীতিকরা কক্সবাজার থেকে রোহিঙ্গা শরণার্থীদের নোয়াখালীর বিরান দ্বীপ ভাসানচরে সরিয়ে নেয়ার বিষয়ে তাদের উদ্বেগের কথা জানান। ‘তাদের চিন্তা ও শঙ্কার বিষয়টি বুঝতে পেরে স্বরাষ্ট্রমন্ত্রী তাদের ভাসানচরে আমন্ত্রণ জানান,’ বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু। তিনি আরও বলেন, ‘মন্ত্রী কূটনীতিকদের জানিয়েছেন যে, তিনি নিজেই ভাসানচর গেছেন এবং সেখানে থানা ও অন্যান্য সুবিধাদির কথা তুলে ধরেছেন।’ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে কূটনীতিকরা রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বাংলাদেশকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানান অপু। তিনি বলেন, পাঁচ কূটনীতিক রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর ছাড়াও মিয়ানমারের পরিস্থিতি নিয়েও প্রায় এক ঘণ্টা আলাপ করেছেন।
×