ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রাহায়ণ ১৪৩১

জার্মানিতে করোনায় প্রথম বাংলাদেশীর মৃত্যু

প্রকাশিত: ০১:২৯, ২৪ সেপ্টেম্বর ২০২০

জার্মানিতে করোনায় প্রথম বাংলাদেশীর মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ জার্মানিতে করোনা আক্রান্ত হয়ে এই প্রথম একজন বাংলাদেশী মারা গেছেন। ফ্রাঙ্কফুর্টের পার্শ্ববর্তী শহর হানাউয়ের অধিবাসী শাহিন সিকদার বুধবার স্থানীয় সময় বিকেল ৩টা ১০ মিনিটে একটি হাসপাতালে মারা যান। খবর ওয়েবসাইটের। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শাহিন সিকদারের বাড়ি বাংলাদেশের বিক্রমপুরে। তিনি ১৯৯২ সাল থেকে জার্মানিতে বসবাস করছেন। প্রথম কোন বাংলাদেশী করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় বাংলাদেশী কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। শাহিন সিকদারের পারিবারিক বন্ধু ফ্রাঙ্কফুর্টের সেভেন ডেজ শপের স্বত্বাধিকারী কামাল ভুঁইয়া জানিয়েছেন, শাহিন সিকদার করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পরিবারের পক্ষ থেকে তার রুহের মাগফিরাতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি।
×