শুক্রবার ঢাকেশ্বরী মন্দিরের পুকুরে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পুকুরে এবং বংশালের নাজিরবাজার ৩৩ নং ওয়ার্ডের সিক্কাটুলি লেন এলাকার প্রাচীনতম পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এসব কর্মসূচীতে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মৎস্য) শ্যামল চন্দ্র কর্মকার; সৈয়দ মোঃ আলমগীর, উপপরিচালক, মৎস্য অধিদফতর, ঢাকা বিভাগ; শৈলেন্দ্র নাথ মজুমদার, সভাপতি, মহানগর সার্বজনীন পূজা কমিটি, শ্রী শ্রী ঢাকাশ্বেরী জাতীয় মন্দির; প্রফেসর ড. মিহির লাল সাহা, প্রাধ্যক্ষ, জগন্নাথ হল, ঢাবি; মুহাম্মদ মামুনুর রশীদ, জেলা মৎস্য কর্মকর্তা, ঢাকাসহ মৎস্য অধিদফতরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। কর্মসূচীতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মৎস্য) শ্যামল চন্দ্র কর্মকার বলেন, প্রাতিষ্ঠানিক পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রম মাছ উৎপাদন বৃদ্ধির একটি কার্যকর পদক্ষেপ এবং ভবিষ্যতে এ কার্যক্রমের পরিধি বৃদ্ধির মাধ্যমে প্রাতিষ্ঠানিক পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ অব্যাহত থাকবে।
স্বাস্থ্যবিধি মেনে তিনটি প্রাতিষ্ঠানিক জলাশয়ে মোট ২৫০ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। -বিজ্ঞপ্তি