ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রাহায়ণ ১৪৩১

অর্থ আত্মসাত

পিকে হালদার কোন্ ফ্লাইটে ফিরবেন জানতে চেয়েছে হাইকোর্ট

প্রকাশিত: ০০:৪৮, ৮ সেপ্টেম্বর ২০২০

পিকে হালদার কোন্ ফ্লাইটে ফিরবেন জানতে চেয়েছে হাইকোর্ট

স্টাফ রিপোর্টার ॥ প্রায় ৩ হাজার ৬০০ কোটি টাকা আত্মসাতের পর কানাডায় পাড়ি জমানো পিকে হালদার (প্রশান্ত কুমার হালদার) বিমানের কোন ফ্লাইটে দেশে ফিরবেন, তা জানতে চেয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত আদেশে বলেছে, দেশে ফিরে আইনের হেফাজতে যেতে হবে তাকে। এরপর সিদ্ধান্ত নেয়া হবে বিনিয়োগকারীদের অর্থ কীভাবে ফেরানো যায়। পিকে হালদারের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিং এ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেডের করা এক আবেদনের শুনানি নিয়ে সোমবার বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের নেতৃত্বাধীন একক বেঞ্চ এ আদেশ দেন। আদালত বলে, দেশে ফিরে পিকে হালদারকে আইনী হেফাজতে যেতে হবে। এরপর বিনিয়োগকারীদের অর্থ কীভাবে ফেরানো যাবে তা নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে। এজন্য প্রথমেই হাইকোর্টকে জানাতে হবে, কবে কোন বিমানে ফিরতে চান প্রশান্ত কুমার হালদার। আদালতে ইন্টারন্যাশনাল লিজিংয়ের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন। অন্যদিকে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মোঃ খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত এ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।
×