ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

উত্তরাঞ্চলে ২৫ হাজার মাস্ক বিতরণ

প্রকাশিত: ০০:২১, ৪ সেপ্টেম্বর ২০২০

উত্তরাঞ্চলে ২৫ হাজার মাস্ক বিতরণ

মানবিক সাহায্য সংস্থা (এমএসএস) করোনাভাইরাস সংক্রমণ রোধে দেশের উত্তরাঞ্চলের ৯ শতাধিক অঞ্চলে সংস্থার উপকারভোগীদের স্বাস্থ্য সুরক্ষায় সহায়তামূলক কর্মসূচী বাস্তবায়ন করেছে। উপকারভোগীদের মধ্যে রয়েছে কৃষিজীবী, শ্রমজীবী, দিনমজুর, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, মৎস্যজীবীসহ বিভিন্ন পেশার মানুষ। যাদের কর্মজীবনে ফিরে আসতে হচ্ছে বেঁচে থাকার প্রয়োজনে। অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে ফিরতে হচ্ছে কাজে যেখানে সামাজিক দূরত্ব মেনে চলার পাশাপাশি মাস্ক পরা অতিজরুরী। স্বাস্থ্যবিধি মেনে কাজে ফিরে আসা এবং অন্যদিকে করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে নিয়মিত মাস্ক ব্যবহারের জন্য এমএসএস উপকারভোগীদের মাঝে মাস্ক বিতরণ শেষ করেছে ২ সেপ্টেম্বর। মোট ২৫ হাজার উপকারভোগীর মাঝে এই মাস্ক বিতরণ করা হয়েছে। -বিজ্ঞপ্তি
×