ঢাকা, বাংলাদেশ   রোববার ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রাহায়ণ ১৪৩১

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বিশ্ববিদ্যালয় ভিসিদের সভা ৯ ও ১০ জুলাই

প্রকাশিত: ০১:০২, ৩০ জুন ২০২০

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বিশ্ববিদ্যালয় ভিসিদের সভা ৯ ও ১০ জুলাই

জনকণ্ঠ ডেস্ক ॥ জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের এক বিশেষ ভার্চুয়াল সভা আগামী ৯ ও ১০ জুলাই অনুষ্ঠিত হবে। জাতিসংঘের মহাসচিবের পক্ষে সাস্টেনেবল ডেভেলপমেন্ট সল্যুশন নেটওয়ার্কের (এসডিএসএন) আয়োজনে জাতিসংঘ সদর দফতরে দু’দিনব্যাপী উচ্চ পর্যায়ের এ সভা অনুষ্ঠিত হবে। খবর বাংলানিউজের। বাংলাদেশ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামানকে এ অনলাইন সভায় সংযুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগামী ৯ ও ১০ জুলাই বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত অনুষ্ঠেয় এ সভায় অংশ নেবেন ঢাবি উপাচার্য। জাতিসংঘের এ্যাজেন্ডা ২০৩০ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজিস) বাস্তবায়নে কীভাবে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলো কার্যকরী অবদান রাখতে পারে সেই উদ্দেশ্যেই মতামত দেওয়ার জন্য এ বিশেষ সভার আয়োজন করা হয়েছে।
×