স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ‘বিনা পরীক্ষায়, বিনা অক্সিজেনে, বিনা চিকিৎসায় কোন মৃত্যু আমরা চাই না’ সেøাগান সামনে রেখে বরিশালে করোনা পরীক্ষায় দীর্ঘ সময় নেয়া, হয়রানি বন্ধ, পিসিআর ল্যাব বাড়িয়ে প্রতিদিন কমপক্ষে এক হাজার জনের টেস্ট, করোনা রোগী পরিবহনের জন্য বিশেষ এ্যাম্বুলেন্স সার্ভিস চালুসহ আট দফা বাস্তবায়নের দাবিতে সড়ক অবরোধ কর্মসূচী ঘোষণা করা হয়েছে। কর্মসূচী ঘোষণা উপলক্ষে বুধবার বেলা এগারোটায় সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) জেলা আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ। নগরীর ফকিরবাড়ি রোডের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বাসদ’র জেলার সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী। তিনি বলেন, দেশের আটটি বিভাগের মধ্যে করোনা চিকিৎসায় বরিশাল রয়েছে সর্ব নিম্নস্থানে।
ভূমি অধিগ্রহণের চেক প্রদান
স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ ফকিরহাটে বাড়ি বাড়ি গিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ জন জমির মালিককে ৩ কোটি ৫৮ লাখ টাকার চেক হস্তান্তর করেছেন জেলা প্রশাসক মামুনুর রশীদ। বুধবার সকাল ১১টায় উপজেলার মহিষ প্রজনন ও উন্নয়ন খামারে এক অনুষ্ঠানে জমির মালিকদের এই চেক প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ লুৎফার রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা নির্বাহী অফিসার শাহানাজ পারভীন, সহকারী কমিশনার (ভূমি) আলীমুজ্জামান মিলন প্রমুখ।