স্টাফ রিপোর্টার ॥ র্যাবের পৃথক অভিযানে কাঁঠালভর্তি কাভার্ডভ্যানে ঝালাই করে আলাদা চেম্বার বানিয়ে মাদক পরিবহনকালে বিপুল ফেনসিডিলসহ এক মাদক কারবারি ও মোবাইল ব্যাংকিং প্রতারক চক্রের সাত সদস্য গ্রেফতার হয়েছে। র্যাব-৪ এর সিনিয়র সহকারী পরিচালক এএসপি সাজেদুল ইসলাম সজল জানান, মঙ্গলবার রাতে সাভারের আশুলিয়ার নায়ারহাট বাসস্ট্যান্ড এলাকা থেকে কাঁঠাল বোঝাই ওই কাভার্ডভ্যানের বিশেষ চেম্বারের ঝালাই কেটে ৭৩০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। আটক করা হয় মাদক কারবারির নাজমুল ইসলামকে (২১)। জয়পুরহাট থেকে ফেনসিডিলগুলো আনা হচ্ছিল। অন্যদিকে র্যাব-১০ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান জানান, দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মোবাইল ব্যাংকিং প্রতারক চক্রের সাত সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়া দশ লাখ টাকাসহ প্রতারণার অন্যান্য আলামত পাওয়া গেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, আকাশ শেখ (২৩), জোবায়ের হোসেন (২৫), মনির হোসেন (৪০), বাদল মন্ডল (৩৫), আলমগীর হোসেন (৩৩), নাসির হোসাইন (২৪) ও শিমুল মিয়া (২৪)।
২৪ ঘণ্টায় ত্রাণের গাড়ি উদ্ধার ॥ করোনাকালে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো সেই বিদ্যানন্দ ফাউন্ডেশনের চুরি যাওয়া ত্রাণের গাড়িটি মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যেই উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। গত ৯ জুন ভোরে মিরপুর-১৪ নম্বর এলাকা থেকে ত্রাণের কাজে ব্যবহৃত একটি পিকআপ চুরি হয়ে যায়। এ ঘটনায় পুলিশ পিকআপসহ সুমন খান নামের একজনকে গ্রেফতার করে।