ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রাহায়ণ ১৪৩১

মালদ্বীপ থেকে ফিরলেন ২৬৫ বাংলাদেশী

প্রকাশিত: ০১:১৬, ৭ জুন ২০২০

মালদ্বীপ থেকে ফিরলেন ২৬৫ বাংলাদেশী

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনাভাইরাসের কারণে মালদ্বীপে আটকেপড়া ২৬৫ বাংলাদেশী নাগরিক শনিবার রাতে দেশে ফিরেছেন। বাংলাদেশ বিমানের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) তাহেরা খন্দকার বিষয়টি নিশ্চিত করে জানান, মালদ্বীপে কিছু বাংলাদেশী নাগরিক করোনার কারণে আটকে ছিলেন। ফ্লাইট না চলায় তারা দেশে আসতে পারছিলেন না। অবশেষে শনিবার সন্ধ্যায় তারা বাংলাদেশ বিমানের একটি চার্টার্ড ফ্লাইটে বাংলাদেশে পৌঁছান। খবর ওয়েবসাইটের। তিনি আরও জানান, তাদের বহনকারী বিমানটি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানযাত্রীদের সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। উল্লেখ্য, গত ৩ জুন কুয়ালালামপুর থেকে ১৪০ জন এবং ৩১ মে দুবাই থেকে ২৬২ বাংলাদেশী দেশে ফিরেছেন। এছাড়া ২২ মে ভারতের কলকাতা থেকে ৭৪, ১৬ মে মালদ্বীপ থেকে ৩৫৩, ১২ মে মুম্বাই থেকে আসেন ৮৮, ৫ মে বিকেলে দিল্লী থেকে ১৩০, ৩ মে সন্ধ্যায় মুম্বাই থেকে ১৫২, একই দিন বিকেলে কলকাতা থেকে ৫৯ এবং ২ মে ভারতের দিল্লীতে আটকেপড়া ১৫১ বাংলাদেশী নাগরিক বাংলাদেশ বিমানে করে দেশে ফিরেছেন।
×