ঢাকা, বাংলাদেশ   শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রাহায়ণ ১৪৩১

দু’দিন বৃষ্টির পর তাপমাত্রা বাড়ার আভাস

প্রকাশিত: ০৯:৪৩, ১৪ মার্চ ২০২০

দু’দিন বৃষ্টির পর তাপমাত্রা বাড়ার আভাস

অনলাইন রিপোর্টার ॥ আগামী দুদিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হবে। এরপর দেশব্যাপী তাপমাত্রা বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়ার এক পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই অবস্থায় রবিবার (১৫ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং কুমিল্লা অঞ্চলসহ খুলনা, ঢাকা এবং সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ৬ থেকে ১২ কিলোমিটার। আগামী ৪৮ ঘণ্টা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা হ্রাস পেতে পারে। আর বর্ধিত পাঁচ দিনে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে। দেশে শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় থেকে আগের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুন্ডে, ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে দিনাজপুর, ১৩ মিলিমিটার।
×