নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর, ২৪ নবেম্বর ॥ রবি শস্যের প্রণোদনার অংশ হিসেবে বীজ ও সার বিতরণ করা হয়েছে। রবিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ১ হাজার ৩শত ৭০ কৃষক কৃষাণীর মাঝে ভুট্টা, সরিষা ও মুগডালের বীজ এবং ডিএপি, এমওপি সার বিতরণ করেন প্রধান অতিথি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। প্রধান অতিথি উপজেলা পরিষদ মিলনায়তনে সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ৬০ জন নিবন্ধিত জেলেদের মাঝে বিকল্প আয়বর্র্ধনমূলক উপকরণ হিসেবে সেলাই মেশিন ও ইস্ত্রি (আয়রন) বিতরণ করেন।