ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রাহায়ণ ১৪৩১

আওয়ামী লীগের উপদেষ্টা হলেন জয়নাল হাজারী

প্রকাশিত: ০৮:৫৭, ২৮ অক্টোবর ২০১৯

আওয়ামী লীগের উপদেষ্টা হলেন জয়নাল হাজারী

অনলাইন রিপোর্টার ॥ ফেনীর এক সময়ের আলোচিত নেতা জয়নাল হাজারীকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছে। আজ সোমবার বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জয়নাল হাজারীর হাতে উপদেষ্টা হিসেবে তাকে মনোনীত করার চিঠি তুলে দেন। চিঠিতে উল্লেখ করা হয়, “আওয়ামী লীগ সভাপতি দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা ২০১৬ সালের ২২ ও ২৩ অক্টোবর ২০তম জাতীয় কাউন্সিলের দেওয়া ক্ষমতা বলে আপনাকে উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন দিয়েছেন। আশা করি, আপনার শ্রম, মেধা ও প্রজ্ঞা দিয়ে সংগঠনে নতুন গতিবেগ সঞ্চারিত করতে সহায়তা করবেন।” আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদে রয়েছেন বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ, আমির হোসেন আমুসহ ৪৩জন নেতা। এবার সেখানে যুক্ত হলেন জয়নাল হাজারী। জয়নাল হাজারী ফেনী-২ আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি ১৯৮৪ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। ২০০১ সালের নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পর তিনি দেশের বাহিরে চলে যান। এরপর রাজনীতিতে তাকে আর সক্রিয় ভূমিকায় দেখা যায় নি। দীর্ঘদিন থেকে অসুস্থ এক সময়ের প্রতাপশালী এই নেতা। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে চিকিৎসার জন্য ৪০ লাখ টাকা অনুদান দিয়েছেন।
×