অনলাইন ডেস্ক ॥ শৃঙ্খলাবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন সম্রাট ও সহ সভাপতি আরমানকে বহিষ্কার করেছে যুবলীগের কেন্দ্রীয় কমিটি। রবিবার যুবলীগ কেন্দ্রীয় কমিটি থেকে তাদের বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়েছে।
রবিবার ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের পুঞ্জশ্রীপুর গ্রাম থেকে সম্রাট ও তার সহযোগী যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি এনামুল হক আরমানকে আটক করে র্যাব। তারা এখন র্যাবের হেফাজতে রয়েছে।
র্যাব সূত্র জানায়, সম্রাটের বিরুদ্ধে মানি লন্ডারিং, ক্যাসিনো ব্যবসার সঙ্গে সম্পৃক্ততা, চাঁদাবাজির অভিযোগে একাধিক মামলা হবে। মতিঝিল বা রমনা থানায় এসব মামলা করা হবে। এরমধ্যে ক্যাসিনো ও চাঁদাবাজির মামলায় সম্রাটের ৭ থেকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হবে।