ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রাহায়ণ ১৪৩১

হঠাৎ অন্ধকারে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

প্রকাশিত: ০৩:৪৯, ২৪ সেপ্টেম্বর ২০১৯

হঠাৎ অন্ধকারে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

অনলাইন রিপোর্টার ॥ হঠাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর চার মিনিট অন্ধকারে নিমজ্জিত ছিল। মঙ্গলবার দুপুরে বিদ্যুৎ বিভ্রাটের কারণে এই সমস্যার সৃষ্টি হয়। ডেসকোর মূল লাইনে সমস্যা কারণে এ পরিস্থিতি তৈরি হয়। ফলে বিভিন্ন এয়ারলাইন্সের অফিসগুলো সাময়িক সমস্যায় পড়ে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে বিদ্যুৎ চলে যায়। প্রায় ৪ মিনিট অন্ধকারে থাকে এয়ারলাইন্সগুলোর অফিস। এতে চেক ইন কাউন্টারগুলোর কম্পিউটার বন্ধ হয়ে যায়। এখন বিকল্প ব্যবস্থায় কাজ চালানো হচ্ছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আবু সাঈদ মেহবুব খান বলেন, ‘ডেসকোর মূল লাইনের সমস্যা দেখা দিয়েছে। বিকল্প লাইন সচল রয়েছে। এতে কিছুটা সমস্যা হচ্ছে। তবে কার্যক্রম চলছে।’ এ প্রসঙ্গে ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক শাহিদ সরোয়ার বলেন, ‘আমাদের বিদ্যুৎ সরবরাহে কোনও সমস্যা নেই। আমার বিমানবন্দরের সাব-স্টেশন পর্যন্ত সংযোগ দেই, এরপর বিমানবন্দরের ব্যবস্থাপনায় বিদ্যুৎ সরবরাহ হয়। যদি কোনও সমস্যা হয়, সেটা তাদের অভ্যন্তরীণ সমস্যা।’ এর আগে গত ৩ সেপ্টেম্বরও বিদ্যুৎ বিভ্রাট ঘটে শাহজালাল বিমানবন্দরে।
×