ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১

রমজানে অফিস সকাল নয়টা থেকে বেলা সাড়ে তিনটা

প্রকাশিত: ১০:৫২, ৩০ এপ্রিল ২০১৯

রমজানে অফিস সকাল নয়টা থেকে বেলা সাড়ে তিনটা

বিশেষ প্রতিনিধি ॥ রমজান মাসে সব সরকারী, আধা সরকারী, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অফিস শুরুর নতুন সময়সূচী নির্ধারণ করেছে সরকার। এই সিদ্ধান্ত অনুযায়ী রমজানে অফিস শুরু হবে সকাল নয়টায়। শেষ হবে বেলা সাড়ে তিনটায়। আর মাঝে সোয়া একটা থেকে বেলা দেড়টা পর্যন্ত জোহর নামাজের বিরতি থাকবে। অর্থাৎ রমজানে অফিস সময় আট ঘণ্টার পরিবর্তে সাড়ে ৬ ঘণ্টা হবে। অন্য সময় অফিস সময় নয় থেকে পাঁচটা পর্যন্ত। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে পবিত্র রমজান মাসের এই অফিস সময়সূচী নির্ধারণ করা হয়। বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের সরকারের এই সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব সিনিয়র সচিব ড. শামসুল আরেফিন। তিনি আরও বলেন, ব্যাংক বীমা রাষ্ট্রায়ত্ত কলকারখানার মতো সেবা ওরিয়েন্টেড প্রতিষ্ঠানগুলো, যাদের সেবা জরুরী তারা জনস্বার্থ বিবেচনা করে নিজেদের সুবিধামতো অফিস সময় নির্ধারণ করবে।
×