ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

পদ্মা সেতুর দশম স্প্যান বসছে মধ্য এপ্রিলে

প্রকাশিত: ১০:৪২, ৩০ মার্চ ২০১৯

 পদ্মা সেতুর দশম স্প্যান বসছে মধ্য এপ্রিলে

মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, মাওয়া থেকে ফিরে ॥ পদ্মা সেতুর দশম স্প্যান বসছে মধ্য এপ্রিলে। এবার স্প্যানটি বসতে যাচ্ছে সেতুর ৩৩ ও ৩৪ নম্বর খুঁটিতে। দুটি খুঁটি এখন প্রস্তুত রয়েছে। ৩৪ নম্বর খুঁটিতে লেনটিং ফ্রেম (স্প্যান ঝুলিয়ে রাখার যন্ত্র) বসানোর প্রস্তুতি চলছে। এই দুটি খুঁটিতে বসানোর জন্য ৬-সি’ নম্বর স্প্যান পুরোপুরি প্রস্তুত রাখা হয়েছে। স্প্যানটি পদ্মা সেতুর কন্সট্রাকশন ইয়ার্ডে জেটি সংলগ্ন ট্রেন লাইনে রাখা হয়েছে। পদ্মা সেতু কর্তৃপক্ষের এক দায়িত্বশীল প্রকৌশলী শুক্রবার জনকণ্ঠকে জানিয়েছেন দশম এই স্প্যানটি স্থাপন করা হতে পারে এপ্রিলের ১০ বা ১১ তারিখে। এখনও সিডিউল ঘোষণা করা হয়নি। এদিকে পদ্মা সেতুর পাইল স্থাপন চলছে জোরেশোরে। এ পর্যন্তু নদীর বুকে ২১৪ পাইল স্থাপন হয়েছে। মূল পদ্মার আলোচিত ৬ ও ৭ নম্বর খুঁটিতে ছয়টি করে পাইল বসে গেছে। এ দুটি খুঁটিতে একটি করে পাইল বসানো বাকি মাত্র। এছাড়া ২৯, ৮, ১০ ও ১১ নম্বর খুঁটিতে বাকি পাইল বসানোর কাজ চলছে। ২৪০০ ও ৩৫০০ কিলোজুল ক্ষমতাসম্পন্ন হ্যামার দুটি পাইল বসাচ্ছে। তবে এখনও ১৯০০ ক্ষমতার হ্যামারটি চালু করা সম্ভব হয়নি। এটির ক্ষতিগ্রস্ত যন্ত্রাংশ প্রকল্প এলাকায় পৌঁছার পরই এর মেরামত কাজ শুরু হবে।
×