নিজস্ব সংবাদদাতা, রংপুর, ২৭ ডিসেম্বর ॥ ফেসবুকে ধর্ম অবমাননার পোস্ট দেয়ার জেরে রংপুরের পাগলাপীর ঠাকুরপাড়ায় হিন্দু পল্লীতে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগে দায়েরকৃত মামলার প্রধান আসামি প্রকৌশলী ফজলার রহমানকে সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আরও জিজ্ঞাসাবাদের জন্য বুধবার বেলা ১২টার দিকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (৩, গঙ্গাচড়া) হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন জানান মামলার তদন্ত কর্মকর্তা গঙ্গাচড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিস্টার আলী।
অপরদিকে, আসামি পক্ষে জামিনের আবেদন জানান তার আইনজীবী। শুনানি শেষে বিচারক আরিফুল ইসলাম জামিন নামঞ্জুর করে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে কড়া পুলিশী প্রহরায় ফজলারকে আদালতে নিয়ে আসা হয়।
ঠাকুরপাড়ায় হামলার ঘটনায় গত ১০ নবেম্বর রাতে গঙ্গাচড়া থানার এসআই রেজাউল ইসলাম ও কোতোয়ালি থানার এসআই রফিকুল ইসলাম বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন। দুই মামলার একটিতে বুধবার শুনানি হয়।