ঢাকা, বাংলাদেশ   সোমবার ১১ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১

বিক্রমপুরের ৯৩ প্রত্নতত্ত্ব হস্তান্তর

প্রকাশিত: ০৪:৪১, ১৬ ডিসেম্বর ২০১৭

বিক্রমপুরের ৯৩ প্রত্নতত্ত্ব হস্তান্তর

স্টাফ রিপোর্টার ॥ হাজার বছরের সমৃদ্ধ ইতিহাসের বাংলাদেশে প্রায়ই মিলছে নানা অমূল্য প্রত্নসম্পদ। ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী তেমন ৯৩টি প্রত্নবস্তু মিলেছে বিক্রমপুর অঞ্চল তথা মুন্সীগঞ্জে। প্রত্নতাত্ত্বিক জরিপ ও খননের মাধ্যমে এই প্রত্নবস্তুগুলোর সন্ধান পেয়েছে বেসরকারী সংস্থা অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন। সংস্কৃতি মন্ত্রণালয়ের অর্থায়নে ও প্রত্নতত্ত্ব অধিদফতরের সহযোগিতায় প্রাপ্ত সেই প্রত্নবস্তুগুলো হস্তান্তর করা হয়েছে আগারগাঁয়ের প্রত্নতত্ত্ব অধিদফতরে। বৃহস্পতিবার এই হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধিদফতরের মহাপরিচালক মোঃ আলতাফ হোসেন, অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের সভাপতি ড. নূহ-উল-আলম লেনিন, প্রত্নতত্ত্ব অধিদফতরের উপ-পরিচালক (প্রকা) ড. মোঃ আতাউর রহমান, উপ-পরিচালক (প্রত্নসম্পদ) মোঃ আমিরুজ্জামান প্রমুখ। এ বিষয়ে ড. নূহ-উল-আলম লেনিন জানান, উৎখননে আবিষ্কৃত প্রত্নবস্তুসমূহের গবেষণা এখনও চলমান। উক্ত গবেষণাসম্পন্ন করতে আরও সময় প্রয়োজন। গবেষণা শেষ হওয়া মাত্রই বাকি প্রত্নসম্পদগুলো প্রদান করা হবে। প্রত্নবস্তুগুলো পরবর্তী সময়ে গবেষণার উপাত্ত হিসেবে ব্যবহৃত হবে। সংস্কৃতি মন্ত্রণালয়ের অর্থায়নে ও প্রত্নতত্ত্ব অধিদফতরের সার্বিক সহযোগিতায় দেশের বেশ কিছু বেসরকারী প্রতিষ্ঠান প্রত্নতাত্ত্বিক জরিপ, খনন ও অন্যান্য গবেষণামূলক কাজ সম্পাদন করে আসছে। সেই ধারাবাহিকতায় অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন মুন্সীগঞ্জ জেলায় অঞ্চলে ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত প্রত্নতাত্ত্বিক খননে আবিষ্কৃত প্রত্নবস্তুগুলোর সন্ধান পায়।
×