ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১

দিনাজপুরে ছাত্র শ্রমিক সংঘর্ষে আহত ৩, বাসে আগুন

প্রকাশিত: ০৭:৩৮, ২৩ নভেম্বর ২০১৭

দিনাজপুরে ছাত্র শ্রমিক সংঘর্ষে আহত ৩, বাসে আগুন

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ বুধবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বহনকারী একটি বাসের সঙ্গে তৃপ্তি পরিবহন নামে একটি বাসের সাইড দেয়া নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছাত্র-শ্রমিক সংঘর্ষ বাঁধে। এতে এক শিক্ষার্থী ও ৩ শ্রমিক মারাত্মকভাবে আহত হয়েছে। আহতদের দিনাজপুর এম রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বাস টার্মিনাল অবরোধ করে দিনাজপুর-রংপুর রুটে যান চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা। রাত আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনের মহাসড়কে শাহী পরিবহন ও তৃপ্তি পরিবহন নামে দুটি যাত্রীবাহী বাসে ছাত্ররা আগুন ধরিয়ে দেয়। তারা মহাসড়কের মধ্যে বসে রাস্তা অবরোধ করে রাখে। অবশ্য বাসে আগুন দেয়ার ঘটনায় কোন যাত্রী হতাহত হয়নি। রাত সাড়ে ১০টা পর্যন্ত মহাসড়কে ব্যারিকেড দিয়ে ছাত্রদের অবরোধ চলছিল। অপরদিকে পরিবহন শ্রমিক ও মালিকরা জেলার সবক’টি রুটে যানবাহন চলাচল বন্ধ রেখেছে। বিশ্ববিদ্যালয়ের আশপাশ এলাকা, কেন্দ্রীয় বাস টার্মিনালসহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
×