![কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে ১৮জনকে গ্রেফতার কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে ১৮জনকে গ্রেফতার](https://www.dailyjanakantha.com/media/imgAll/files/201708/1502563456_67.jpg)
স্টাফ রিপোর্টার ॥ কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকায় ১৮জনকে গ্রেফতার করেছে ঢাকা রেলওয়ে থানা পুলিশ। শনিবার দুপুরে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
রেলওয়ে থানার ওসি ইয়াসিন ফারুক জানিয়েছেন, ইদুল আজহার আগে কালোবাজারি, অবৈধ ভ্রমণকারী ও মাদকসেবীদের উৎপাত বন্ধে এই ঝাটিকা অভিযান চালানো হয়।
ওসি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে টিকেট কালোবাজারি, অবৈধ ভ্রমণ ও রেলস্টেশন এলাকায় মাদক সেবনের অভিযোগে রয়েছে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে ওসি ইয়াসিন ফারুক জানান।