ডাঃ খাদেমুল ইসলাম বকুলের ইন্তেকাল
স্টাফ রিপোর্টার ॥ ঢাকার ফকিরেরপুল নিবাসী ডাঃ খাদেমুল ইসলাম বকুল (৬৭) আর নেই (ইন্নালিল্লাহ ওয়াইন্নাইলাহে রাজিউন)। বাংলাদেশ সময় রবিবার রাতে তিনি আমেরিকার লিটল রক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার পিতার নাম মরহুম ডাঃ ওসমান আলী।
উল্লেখ্য, গত ১৪ জুলাই তিনি লিটল রক প্রবাসী তার ছোট মেয়ে খুরশিদা ইসলাম ইমার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। ১৭ আগস্ট তার দেশে ফেরার কথা ছিল। মৃত্যুর দু’দিন আগে তিনি হঠাৎ অসুস্থ বোধ করলে হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, দুই ভাই ও তিনবোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার একমাত্র ছেলে অস্ট্রেলিয়া প্রবাসী ডাঃ মনিরুল ইসলাম লিটল রক পৌছার পর বাংলাদেশ সময় বৃহস্পতিবার তাকে আমেরিকাতে দাফন করা হবে। মরহুমের ভাই-বোন ও ছোট মেয়ে আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করেন। পারিবারিক ইচ্ছাতেই তাকে আমেরিকায় দাফনের সিদ্ধান্ত নেয়া হয়। প্রসঙ্গত. মরহুম ডাঃ খাদেমুল ইসলাম দৈনিক জনকণ্ঠের ক্রীড়া সম্পাদক মজিবুর রহমানের চাচা।