ঢাকা, বাংলাদেশ   সোমবার ০২ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রাহায়ণ ১৪৩১

সরকারি নিবন্ধন পেলো আমার এমপি

প্রকাশিত: ০৩:১৩, ৩০ মে ২০১৭

সরকারি নিবন্ধন পেলো আমার এমপি

স্টাফ রিপোর্টার ॥ সরকারীভাবে চূড়ান্ত অনুমোদন পেলো সেচ্ছাসেবী সংস্থা আমার এমপি ডটকম। মঙ্গলবার হবিগঞ্জ সমাজসেবা অধিদফতর থেকে সরকারী নিবন্ধন পত্র লাভ করে সংস্থাটি। সংসদ সদস্যদের সঙ্গে জনগণের যোগাযোগের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করা আমার এমপি ডটকমের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছে প্রকল্পের সোশ্যাল মিডিয়া কনসালট্যান্ট সুশান্ত দাস গুপ্ত। জানা গেছে, ১৯৬১ সালের স্বেচ্ছামূলক সমাজকল্যাণ প্রতিষ্ঠান (রেজি. ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ (নম্বর ৪৬) এর ৪(৩) ধারার অধীনে ‘আমার এমপি স্বেচ্ছাসেবী সামাজিক সংস্থা’কে, ২০১৭ এর ৩০ মে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়, সমাজসেবা অধিদপ্তর, হবিগঞ্জ সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক হামদুল করিমের স্বাক্ষরে ও সরকারি সিলমোহরে নিবন্ধন করা হয়েছে। নিবন্ধন নম্বর হবি-৭২৪/২০১৭ খ্রি। এ প্রসঙ্গে সুশান্ত দাস গুপ্ত জনকণ্ঠকে জানান, আমার এমপির এগিয়ে যাওয়ার পথে এটি আরও একটি অগ্রগতি। আমরা আশানুরুপ সাড়া পেয়ে এগিয়ে যাচ্ছি। সমাজের বিভিন্ন কর্মকান্ডে, অবহেলিত জনপদের দিকেও এমপিদের নজর আনতে সক্ষম হয়েছি। সরকারি নিবন্ধন পাওয়ায় আমাদের কাজ আরও দ্রুত এগিয়ে যাবে। এজন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ ও অভিনন্দন।
×